স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের ফিসহ দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। ব্রিচ লোডিং পিস্তল, রিভলবার ও রাইফেল আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অফিস চলাকালে জেলার অতিরক্ত ম্যাজিস্ট্রেটের নিকট ও ব্রি লোডিং শটগান এবং বন্দুক ওই সময়ের মধ্যে জুডিসিয়াল মুন্সিখানার সহকারী কমিশনারের নিকট নিয়ে নবায়ন করতে হবে। ব্যক্তি পর্যায়ে বন্দুক, শর্টগান, রাইফেল ৫ হাজার টাকা, পিস্তল ও রিভলবার ১০ হাজার টাকা, অর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক র্যাপায়ে লং ব্যারেল ৫ হাজার টাকা, প্রতিষ্ঠান পর্যায়ে ১০ হাজার টাকা, ডিলার ও মেরামতকারী প্রতিষ্ঠারে ২০ হাজার টাকা ও সেফ কিপিং ৫ হাজার টাকা ফি দিয়ে ১৫ শতাশং ভ্যাট দিয়ে নির্ধারিত কোডে জমা দিতে হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সনদপ্রাপ্ত (সরকারি গেজেটে বিজ্ঞাপিত) মুক্তিযোদ্ধা ও জাতীয় বেতন স্কেলের ৬ষ্ঠ ও তদুর্ধ্ব গ্রেডভুক্ত চাকরিরত বা অবসরপ্রাপ্ত সরকারি ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের ক্ষেত্রে পিস্তল, রিভলবার, রাইফেল, শটগানের নবায়ন ফি প্রযোজ্য হবে না। বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করা যেতে পারে।