ট্রলি দিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভার পক্ষ থেকে ট্রলি দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় সিভিল সার্জন কার্যালয় চত্বরে বর্জ্য অপসারণকারী দুটি ট্রলি সিভিল সার্জন ডা. মুহা. ছিদ্দিকুর রহমানের কাছে হস্তান্তর করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, মুন্সি রেজাউল করিম খোকন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা, পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মোমিনুল হাসান, সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জানিফ, ছাত্রলীগ নেতা ফয়সাল, উজ্জলসহ আরও অনেকে। পৌর মেয়র হাসপাতাল এলাকা পরিদর্শন করেন এবং হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি সমস্যগুলো সমাধানের আশ্বাস দেন। পরে তিনি হাসপাতালের রোগীদের খোঁজখবর নেন।

 

Leave a comment