পিরোজপুরের সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজ জমিদারের স্ত্রী জায়দার ইন্তেকাল

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জমিদার সিরাজুল ইসলামের স্ত্রী জায়িদা খাতুন মারা গেছেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কলাইডাঙ্গা গ্রামে তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার ২ ছেলে জমিদার নজরুল ইসলাম ও জমিদার কাজল হোসেন বারাদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। এদিন বাদ এশা কলাইডাঙ্গা গ্রামের জামে মসজিদের পাশে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

Leave a comment