নতুন ইসি ও নির্বাচন নিয়ে রূপরেখা দেবে বিএনপি

 

স্টাফ রিপোর্টার: আলোচনার আহ্বানে ক্ষমতাসীনদের সাড়া না পাওয়া গেলেও নতুন নির্বাচন কমিশন গঠন ও আগামী জাতীয় নির্বাচন আয়োজনে নিজেদের মতামত সুনির্দিষ্টভাবে জনগণের সামনে তুলে ধরবে বিএনপি। এ লক্ষ্যে একটি রূপরেখা চূড়ান্ত করার কাজ করছে দলটি। নতুন নির্বাচন কমিশন গঠন ও পরবর্তী নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, তার সুনির্দিষ্ট বক্তব্য ও প্রস্তাব থাকবে বিএনপির রূপরেখায়। আর বিএনপির রূপরেখা চূড়ান্ত হলে আগামী মাসের মাঝামাঝিতে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে তা দেশবাসীর সামনে তুলে ধরবেন।

বিএনপির এক নীতি নির্ধারক বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করা এবং এটি নিয়ে সরকারের মনোভাব বোঝার জন্যই মূলত তারা এই প্রস্তাব তৈরি করছেন। চলতি মাসের মাঝামাঝি তাদের এই প্রস্তাব প্রকাশ করা হতে পারে। দ্বিতীয় ধাপে নির্বাচনকালীন সরকার নিয়েও বিএনপির ভাবনা অনুরূপ আরেকটি রূপরেখার মাধ্যমে তুলে ধরার কথা ভাবা হচ্ছে। নির্বাচনকালীন সরকার কেমন হবে, কিভাবে সুষ্ঠু নির্বাচনে মানুষের ভোটাধিকার নিশ্চিত করা যাবে তার বিস্তারিত প্রস্তাব থাকবে বিএনপির সেই রূপরেখায়। তবে টেস্ট কেইস হিসেবে বিএনপি প্রথমে নির্বাচন কমিশন গঠন নিয়েই তাদের প্রস্তাব তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির এক নীতি নির্ধারক বলেন, নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাবের প্রেক্ষিতে সরকার কি ধরনের প্রতিক্রিয়া দেখায় তা পর্যবেক্ষণ করেই আমরা আমাদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করব। বিএনপির দায়িত্বশীল নেতারা বলেছেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে রূপরেখা তুলে ধরা হলেও রাষ্ট্রপতির কাছেও লিখিতভাবে তাদের প্রস্তাব দেয়ার কথাও ভাবছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে হবে। আর সেই জন্যই আমরা আলোচনার আহ্বান জানিয়েছি। নির্বাচন কমিশন গঠন ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আমাদের দলের চিন্তাভাবনা জনগণের সামনে সুনির্দিষ্টভাবে তুলে ধরার জন্য একটি রূপরেখা চূড়ান্ত করছি। রূপরেখা চূড়ান্ত হলেই তা জাতির সামনে তুলে ধরা হবে। বিএনপির এই নীতি নির্ধারক জানান, আমাদের রূপরেখায় দেশের জনগণ কিভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়, কেমন নির্বাচন চায় তার বিস্তারিত গাইড লাইন থাকবে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন কেমন হওয়া উচিত, তার একটি রূপরেখা তৈরি করার কাজ করছে বিএনপি। কবে নাগাদ কাজ শেষ হবে বা এই প্রস্তাব প্রকাশ করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

জানা গেছে, নির্বাচন কমিশন ও আগামী নির্বাচন নিয়ে দলের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরতে রূপরেখা চূড়ান্ত করতে রোববার নিজের গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ছাড়াও কয়েকজন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে নতুন নির্বাচন কমিশন গঠন ছাড়াও আগামী জাতীয় নির্বাচন নিয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাব খসড়া আকারে তৈরি করতে খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন। এজন্য বিএনপির কয়েক সিনিয়র নেতা ছাড়াও সরাসরি বিএনপির রাজনীতিতে যুক্ত নন এমন তিন ব্যক্তিকেও রূপরেখা চূড়ান্ত করার দায়িত্ব দেয়া হয়েছে। বর্তমান কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। সাংবিধানিকভাবে এই সময়ের মধ্যেই নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। শুরু থেকেই নতুন নির্বাচন কমিশন গঠনে ইতিবাচক ভূমিকা পালনের ইচ্ছার কথা জানিয়ে আসছে বিএনপি। এমনকি দলটি সবদলের সাথে আলোচনার মাধ্যমে ইসি গঠনের প্রস্তাবও দিয়েছে। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির আলোচনার প্রস্তাবে সাড়া না দিয়ে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে অনড় রয়েছে। এ অবস্থায় নতুন করে বিএনপির রূপরেখা কতটা ক্ষমতাসীনরা বিবেচনায় নেবে সেটাই এখন দেখার বিষয়।

 

Leave a comment