দর্শনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক গুরুতর আহত : একজনকে রেফার

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ি-দর্শনা সড়কের দর্শনা পৌর সীমানা সাইনবোর্ডের নিকট মোটরসাইকেল দুর্ঘটনায় বিপুল ও শাহিন নামের দু যুবক গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নেয়া হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। আহতদের মধ্যে শাহিনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের দোস্তবাজারের নাইম টেলিকমের স্বত্বাধিকারী আবু সাঈদ দোকানের মালামাল কিনতে তার ব্যবহৃত মোটরসাইকেল দিয়ে দু যুবককে দর্শনায় পাঠান। দোস্তগ্রামের আবু হানিফ শিকদারের ছেলে বিপুল শিকদার (১৭) ও বোয়ালমারী গ্রামের শাহাজামালের ছেলে শাহিন (১৬) দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে হিজলগাড়ি-দর্শনা সড়কের দর্শনা পৌর সীমানা সাইনবোর্ডের নিকট পৌঁছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে দর্শনা এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শাহিনের মাথার আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শাহিনের পরবিার থেকে জানানো হয়, এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। এদিকে এলাকাবাসী অভিযোগ করে বলেছে, সাঈদ তার ১৫০ সিসি মোটরসাইকেলটি উঠতি বয়সী যুবকদের হাতে তুলে দেন তার ব্যবসায়িক সুবিধার জন্য। আর যুবকেরা মোটরসাইকেল পেয়ে বেগরোয়াগতিতে চালিয়ে থাকে। বিষয়টি এলাকাবাসী সাঈদকে জানালেও তার ব্যবসার সুবিধার জন্য সে সব কথায় কর্ণপাত করেন না।