ঝিনাইদহ প্রতিনিধি: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঝিনাইদহের কালীগঞ্জের সিমলা-রোকনপুর ও রায়গ্রাম ২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন হয়েছে। গত সোমবার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সিমলা রোকনপুর ইউপিতে ১ ও রায়গ্রাম ইউপিতে ৪ জনসহ মোট ২ ইউপিতে ৫ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদের মধ্যে ৭ নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলী হোসেন অপু ৯ হাজার ২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থী মসিউর রহমান পেয়েছেন ২ হাজার ৬১৫ ভোট।
একই ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম (আনারস) প্রতীকে পেয়েছেন ১৩৮৯ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আনোয়ার হোসেন (হাতপাখা) প্রতীকে পেয়েছেন ৭২১ ভোট।
অপরদিকে ৫ নং সিমলা-রোকনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নাসির উদ্দীন। ওই ইউনিয়নে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি আগেই বিনাপ্রতিন্দ্বিতায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।
উল্লেখ্য, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ২০টি কেন্দ্রে ৫ জন ম্যাজিস্ট্রেট, সাড়ে ৩শ পুলিশ সদস্য, ৪টি স্ট্রাইকিং ফোর্স, ৭টি মোবাইল টিম ছাড়াও র্যাব ও বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলে ছিলো।