দর্শনা বাস টার্মিনালের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জেলা পরিষদ প্রশাসক মনজু

 

দর্শনা অফিস: দর্শনা বাস টার্মিনালের অনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ভিত্তি প্রস্তর স্থাপন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান। দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার সুফি উল্লাহ, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, জেলা পরিষদের সচিব লুতফর রহমান, প্রধান নির্বাহী প্রকৌশলী সামাদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আ. রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আ. কাদের, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক হাজি আকমত আলী, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল হক, আহম্মদ আলী, আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফ প্রমুখ। উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোতালেব হোসেন, দর্শনা আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হান্নান, ওমর আলী, আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, দর্শনা পৌর প্যানেল মেয়র রেজাউল ইসলাম, কাউন্সিলর মঈনুদ্দিন আহম্মেদ মন্টু, সাহিকুল ইসলাম অপু, দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ইউনুস আলী, আ.লীগ নেতা আমির হোসেন, ইদ্রিস আলী, আতিয়ার রহমান হাবু, নজরুল ইসলাম, আব্দুস সাত্তার, হুমায়ুন কবির, সিরাজুল ইসলাম, মোজাহারুল ইসলাম, হাতেম মণ্ডল, সুধির কুমার শান্তারা, রফিকুল আলম, শিক্ষক হারুন অর রশিদ, শিক্ষক নেতা হারুন অর রশিদ জুয়েল, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডল, যুবলীগ নেতা সাইফুল ইসলাম হুকুম, ফয়সাল, আসাদুল ইসলাম, আক্তারুল ইসলাম, তরিকুল, জান্নাতুল বাকী, মুন্না প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাও আবুজার গেফারী। উল্লেখ্য, গত ১০ জুন স্থানীয় সরকার বিভাগে অনুষ্ঠিত সভায় সারাদেশে ১০টি স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দর্শনা বাসস্ট্যান্ডের চৌরাস্তা মোড়ের জেলা পরিষদের নিজস্ব ৪৫০ ফুট দৈর্ঘ্য ও ৮৫ ফুট প্রস্থ জমিতে বাস টার্মিনাল স্থাপনের অনুমোদন।