চুয়াডাঙ্গায় জাসদের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময়সভায় বাবু

VLUU L100, M100 / Samsung L100, M100

 

বিএনপি-জামায়াত জোটকে প্রতিহত করতে দলকে শক্তিশালী করার আহ্বান

স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধের চেতনায়, অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাসদ প্রতিষ্ঠিত হয়। জাসদ ১৪ দলীয় সরকারের সাথে থেকে জঙ্গিবাদ নির্মূল, যুদ্ধাপরাধীদের বিচার, দুর্নিতী ও বৈষম্যের অবসান ঘটিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ১৪ দলের সাফল্যে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তলা বিহিন ঝুড়ির দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সরকারের এ সাফল্যে বিএিনপি-জামায়াত জোট ইশ্বান্বিত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জিয়াউর রহমান স্বাধিনতা বিরোধীদের দলে ভিড়িয়ে এদেশে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেছে।

অপরদিকে তার স্ত্রী বেগম জিয়া যুদ্ধাপরাধীদের মন্ত্রিত্ব দিয়ে গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের প্রতি অবমাননা করেই ক্ষান্ত হয়নি যুদ্ধাপরাধীদের বাচানোর জন্য জঙ্গিদের সাথে নিয়ে গাড়িতে পেট্রল বোমা মেরে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এসব হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে একদিন হবেই। বিএনপি জামায়াত জোট দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে জাসদকে সংগঠিত ও শক্তিশালী করার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। গতকাল সোমবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জাসদের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু এ কথাগুলো বলেন। সভাপতির বক্তব্যে জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী বলেন, পাকিস্তানি পেত্মরা এখন সক্রিয়। কয়েক দিন আগে আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধার স্তম্ভকে অপমানিত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করে নামে মাত্র ৬ মাসের জেলা দেয়া হয়েছে। বিচারটি পুনর্বিচার করার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান। জেলা জাসদ নেতা লাভলু রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা জাসদের সম্পাদক অ্যাড আকসিজুল ইসলাম রতন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গির আলম লুল্লু, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, আলমডাঙ্গা উপজেলা জাসদের সভাপতি গোলাম সারোয়ার হোসেন, গোলবার হোসেন, জীবননগর উপজেলা জাসদের সভাপতি আবদুর রশিদ, সম্পাদক সামসুল আলম, পৌর জাসদ নেতা শরিফ উদ্দিন জোয়ার্দ্দার প্রমুখ।

Leave a comment