স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের দামুড়হুদার কোষাঘাটা এলাকায় যাত্রাবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরুজ্জামান সুমন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় একই মোটরসাইকেলে থাকা মইন নামে এক কনস্টেবল ও কলেজছাত্র ইস্রাফিল হোসেন আহত হয়েছেন। নিহত সুমন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সারুটিয়া গ্রামের জবেদ আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
পুলিশ সুপার রশীদুল হাসান জানান, সুমন ও মইন ট্রাফিক পুলিশের সহযোগিতা নিয়মিত ডিউটি করাকালে তারা মোটরসাইকেলযোগে ঘুরছিলেন। কোষাঘাটা এলাকায় লাল রঙের এ্যাপাচি আরটিআর মোটরসাইল (ঝিনাইদহ-ল-১১-১২৭৭) দামুড়ুহদা অভিমুখে যাওয়ার সময় পুড়াপাড়াস্থ রাজা ব্রিক্সের অদুরে দর্শনা থেকে চুয়াডাঙ্গা অভিমুখে যাত্রীবাহি বাস (চুয়াডাঙ্গা-জ-১১-০০১৩) মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুত্বর আহত হলে চুয়াডাঙ্গা সদর হাসাপতালে নেয়া হয়। সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক হাসনাত পারভেজ শুভ ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দ্রুত তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেয়ার পথে ঝিনাইদহ পৌচ্ছানোর আগেই মারা যায়। রাত ৯টায় পুলিশ লাইনে জানাজা শেসে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ৫ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। সে সদ্য বিবাহিত বলে জানা গেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে নিহত সুমনের নিজ গ্রাম সারুটিয়ায় দাফন সম্পন্ন হবে বলে পারিবারিকসূত্রে জানা গেছে। বাসটি আটক করে থানায় রাখা হয়েছে।