চুয়াডাঙ্গার শুম্ভুনগর ক্যাম্পে পুলিশ সুপার রশীদুল হাসান : পুলিশ পাশে আছে বলেই অপরাধ কমেছে

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার শুম্ভুনগর দত্তাইল পুলিশ ক্যাম্পের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে পুলিশ সুপার রশীদুল হাসান আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন ।

উদ্বোধনকালে পুলিশ সুপার  বলেন, পুলিশ আপনাদের পাশে আছে বলে অপরাধ অনেক কমেছে। আমি শুনেছি বিগত সময় এই ইউনিয়নের মানুষ নিজ বাড়িতে থাকতে পারেনি। আর চাকরি জীবীরা বাড়িতে আসতোনা চাঁদা দেয়ার ভয়ে। এই ক্যাম্পটি আছে বলে আপনারা শান্তিতে বসবাস করছেন। ক্যাম্পটি দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের কক্ষ ব্যবহার করে পুলিশ সদস্যরা আপনারদের সেবা দিয়ে যাচ্ছে। জমিদাতা আলহাজ হাজী আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ তোজাম্মেল হোসেন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহাম্মদ হাসানুজ্জামান মানিক, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি হাজি আজিজুল হক, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবর রহমান সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই গাজী মো. আবু কাইয়ুম, শুম্ভুনগর ক্যাম্প ইনচার্জ আব্দুল মজিদ, জেলা গোয়েন্দা পুলিশের এএসআই তরিকুল ইসলাম, ইউপি সদস্য রেজাইল করিম, জামাত আলী, মিলি ইয়াসমিন, সাবেক ইউপি সদস্য আক্তার হোসেন বিশ্বাস প্রমুখ। অনষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা  গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ কামরুজ্জামান খাঁন।