দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইট ভাটাগুলোতে চাঁদা দাবিতে মোবাইলে হত্যার হুমকি : পুলিশের তৎপরতার দাবি মালিকদের

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা এলাকায় ইটভাটার মরসুমে শুরুর সাথে সাথেই সন্ত্রাসী চাঁদাবাজদের চাঁদার অব্যাহতি দাবিতে মেবাইলফোনের হুমকি-ধামকিতে অতিষ্ঠ হয়ে পড়েছে ভাটা মাকিকরা। অন্যান্য বছরের মতো এ বছরও সন্ত্রাসীরা একেরপর এক ভাটা মালিককে হুমকি  প্রদান অব্যাহত রেখেছে। নিজেকে সন্ত্রাসী বিজয় পরিচয় দিয়ে রবি নস্বর ০১৮৩৬০২৭৭৯১ হতে ও হুমকি দেয়া হচ্ছে। নাম প্রবেশের অনিইচ্ছুক এক ভাটা মালিক বলে গত কয়েকদিন ধরে মোবাইলেফোনে  সন্ত্রাসী বিজয় পরিচয় দিয়ে একের পর এক ফোন আসতে থাকে। আমার কাছে ২ লাখ চাঁদা দাবি করে আসছে। টাকা না দিলে হত্যা  করা বলে হুমকি দিচ্ছে। বেশকয়েক ভাটা মালিক ইতোমধ্যেই দামুড়হুদা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৎপরতা চালাচ্ছি। ভাটা মালিকদেন সব সময় পুলিশে সাথে যোগাযোগ রাখা এবং তথ্য পুলিশকে জানানোর কথা বলেছি। গোপনে চাঁদাবাজদের চাঁদা না দেয়া কথা বলেছি আমরা সন্তাসীদের আটকের সর্বোচ্ছ চেষ্টা করবো।