দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বাসস্ট্যান্ড বাজার কমিটির নবনির্বাচিতদের অভিষেক সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ মার্কেটের সামনে নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠিত হয়। প্রথমেই ফুল দিয়ে নবনির্বাচিতদের বরণ করা হয়। বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীন, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান, দামুড়হুদা বাজার বণিক সমিতির সভাপতি হেদায়েতুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলম, সাবেক সেনা সদস্য ইউসুফ আলী ও নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন। উপস্থিত ছিলেন বাসস্ট্যান্ড বাজার কমিটির নবনির্বাচিত সহসভাপতি সোহরাব হোসেন, যুগ্মসম্পাদক মনিরুল ইসলাম মনি, কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম, দফতর সম্পাদক আব্দুর রশিদ, প্রচার সম্পাদক আমির হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আতিয়ার রহমান মিলন, আব্দুল হাকিম, বাবলু মোল্লা, আজের আলী, মুনতাজ আলী, শহীদুল ইসলাম বগা। নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকা পরিচ্ছন্ন রাখতে একাধিক ডাস্টবিন রাখা হবে। এছাড়া পুরোবাজার এলাকায় সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা নেয়া হবে। পরিকল্পিতভাবে দোকানপাট গড়ে তোলার মাধ্যমে বাসস্ট্যান্ড বাজার এলাকা নতুনরূপে সাজানো হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন শামিম খাঁন।