ঝিনাইদহে ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রী পুজা মজুমদারের চিকিতসার দায়িত্ব নিলেন পৌর মেয়র মিন্টু

ঝিনাইদহে ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রী পুজা মজুমদারের চিকিতসার দায়িত্ব নিলেন পৌর মেয়র মিন্টু

ঝিনাইদহ প্রতিনিধি: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বখাটের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রী পুজা মজুমদারের চিকিতসার দায়িত্ব নিয়েছেন ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। বুধবার রাতে পৌর মেয়র পুজার বাড়িতে তাকে দেখতে যান। এ সময় তিন পুজার স্বজনদের কাছে আহত স্কুলছাত্রীর যাবতীয় চিকিতসার ব্যয়ভার গ্রহণের আশ্বাস দেন। পৌর মেয়রের সাথে এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ঝিনাইদহ শহরের উপশহর পাড়ার স্কুলছাত্রী পুজাকে গত দুই বছর যাবত প্রেম ও টাকা-পয়সা লেনদেন করে আসছিলো একই পাড়ার যুবক লিটু হোসেন। পুজা তার প্রেম প্রত্যাখ্যান করে অন্যাত্র বিয়ের পিঁড়িতে বসতে চাইলে সোমবার সন্ধ্যায় পুজার সাথে তর্ক-বিতর্কের একপর্যায়ে লিটু তাকে ছুরিকাঘাত করে বলে জানিয়েছেন লিটুর স্বজনরা। এতে তার ডান কানসহ মুখের এক পাশ কেটে জখম হয়। গত বুধবার লিটুকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে পুলিশ। বর্তমানে পুজা হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে উঠেছে।