চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে আর্সেনিক ও আয়রণ রিমুভাল প্লান্ট স্থাপন করলো ইম্প্যাক্ট ফাউন্ডেশন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ সাত লাখ টাকা ব্যয়ে আর্সেনিক ও আয়রণ রিমুভাল প্লান্ট স্থাপন করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি জেলা প্রশাসক ওই প্লান্টের উদ্বোধন করেন। যুক্তরাজ্যের ইম্প্যাক্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ও সিডকো বাংলাদেশের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুন্নাহার। স্বাগত বক্তব্য রাখেন ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ চুয়াডাঙ্গা প্রোগ্রামের প্রশাসক ডা. শফিউল কবীর। জেলা প্রশাসক সায়মা ইউনুস ইম্প্যাক্ট ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে তিনি ইম্প্যাক্টের কর্মকর্তাদেরকে আহ্বান জানান। সিডকো লিমিটেডের কর্মকর্তা লিটন গোমেজ জানান, এই প্লান্টের মাধ্যমে প্রতিঘণ্টায় ৩০০ লিটার পানি আয়রণ ও আর্সেনিকমুক্ত করা হবে। দৈনিক অন্তত ৬ হাজার লিটার পানি বিশুদ্ধকরণ হবে। এতে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর চাহিদা মিটবে।

ইম্প্যাক্টের কর্মকর্তারা জানান, চুক্তি অনুযায়ী প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিডকো লিমিটেড আগামী এক বছর প্লান্টের সার্বিক রক্ষণাবেক্ষণ করবে। পরবর্তীতে প্রতি ১৫ লাখ লিটার পানি বিশুদ্ধকরণের পর ২৫ হাজার টাকা মূল্যের একটি উপকরণের প্রয়োজন হবে। যা স্কুল কর্তৃপক্ষকে নিজেদের ব্যবস্থাপনায় করতে হবে।