দর্শনা কেরুজ স্কুলমাঠে লাগেজ মালামাল ছিনতাই? আধঘণ্টার মাথায় অভিযুক্ত দুজন গ্রেফতার

 

দর্শনা অফিস: আবারো দর্শনা কেরুজ প্রাইমারি স্কুলমাঠে সন্ধ্যা রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা এবারো ছিনিয়ে নিলো লাগেজ কারবারীদের প্রায় ৩ লাখ টাকার মালামাল। ঘটনার আধঘণ্টার মাথায় অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, লাগেজ কারবারীদের একাধিক নিরাপদ রুটের মধ্যে রয়েছে কেরুজ প্রাইমারি স্কুল রুট। এ রুটে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেশ কয়েকজন লাগেজ চোরাকারবারী ভারতীয় মালামাল নিয়ে বাসস্ট্যান্ড ও হল্টস্টেশনের উদ্দেশে যাচ্ছিলো। পথিমধ্যে কেরুজ প্রাইমারি স্কুল মাঠে কয়েকজন ছিনতাইকারীরা ৩ লাগেজ মালামাল ছিনিয়ে নেয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। ঘটনার আধঘন্টার মাথায় দর্শনা পুলিশ গ্রেফতার করেছে দর্শনা পৌর শহরের আনোয়ারপুরের কিতাব আলীর ছেলে মিতুল ও কেরুজ করপোরেশন লাইনের ইয়াছিন আলীর ছেলে শাহবুদ্দিনকে।  গ্রেফতারকৃত ২ যুবক ছিনতাইয়ের সাথে জড়িত নয় বলে পুলিশ জানিয়েছে।

দর্শনা আইসি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বলেছেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। অভিযোগ উঠেছে, জয়নগরের লাগেজ চোরা কারবারীচক্রের এক চিহ্নিত হোতার প্রায় ৩ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত মালামাল উদ্ধার হয়নি। গ্রেফতারকৃতদের গতরাতেই দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।