ঝিনাইদহের মধুহাটি ইউনিয়ন দীর্ঘ দিনেও উন্নয়ন হয়নি

 

ভুয়াবিল ভাওচারমাস্টাররোলে কোটি টাকা লোপাট

বাজার গোপালপুর প্রতিনিধি: জনগণের নিকট সুষ্ঠু জবাব দিহিতা ও কাজের স্বচ্ছতা না থকায় দীর্ঘ দিনেও ঝিনাইদহ সদর উপজেলার ২ নং মধুহাটি ইউনিয়নের রাস্তাসহ কোনো স্থানেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। প্রতিটি চেয়ারম্যানের সময়ই কোটি কোটি টাকা বরাদ্ধ আসলেও ভুয়াবিল ভাওচার এবং মাস্টারোলের মাধ্যমে অধিকাংশই লোপাট করা হয়েছে। আবার মাঝে মধ্যে অভিযোগ করে তদন্ত কর্মকর্তা প্রমান পেলেও অদৃশ্য কারনেই দোসীদের বিরুদ্ধে কোনো ব্যস্থা গ্রহণ না করে বহাল তবিয়তে রয়েছে। ফলে গ্রামবাসীর মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার ২ নং মধুহাটি ইউনিয়নে পাঁকা রাস্তার পরিমাণ ২৫ কিলোমিটার এবং হেরিংবন্ড রাস্তার পরিমাণ ৩ কিলোমিটার ও কাঁচা ও কৃষকের মাঠে যাতাযেতের রাস্তার পরিমাণ ৭১ কিলোমিটার। আরো জানা গেছে, ঝিনাইদহ জেলার সদর উপজেলার সীমান্তবর্তী স্থানে অবস্থিত ২ নং মধুহাটি ইউনিয়ন। ফলে ইউনিয়নের জনগণ জেলা বা সদর উপজেলা শহরের সাথে যোগাযোগ খুবই কম থাকে। ফলে কোনো সময় ইউনিয়নরে কাবিটা, কাবিখা, ভিজিএফ, এলজিএসপিসহ বিভিন্ন উন্নয়নের কাজে অনিয়ম বা ত্রুটি দেখা দিলেও উপজেলা বা জেলার দায়িত্বরত কর্মকর্তাদের নিকট অভিযোগ করতেও ঝামেলায় পড়তে হয়। আবার কোনো সময় অভিযোগ করলেও সুফল না পেয়ে জনগণ দেখভালে দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিকট অভিযোগ করার আগ্রহ হারিয়েছে। ফলে নির্বাচিত জনপ্রতিনিধিগণ কোনো প্রকার জবাবদিহিতা ছাড়াই আবার কোনো সময় রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে ভুয়াবিল ভাওচার এবং মাস্টারোলের মাধ্যমে অধিকাংশই বরাদ্ধই লোপাট করতে অতি সহজ হয়েছে। আর জেলার সর্বোচ্চ কর্মকর্তাগণ বিভিন্ন সময় সরেজমিনে তদন্ত করে নানা অনিয়ম দূণীতির প্রমাণও পেয়েছেন। কিন্তু কোন প্রকার ব্যবস্থা গ্রহণ না করে অদৃশ্য কারনেই তা চাপপড়ে গেছে। ফলে জনগণের সাথে নির্বাচিত জনপ্রতিনিধি গনের কাজে কোনো প্রকার জবাবদিহিদা ও কাজের স্বচ্ছতা না থকার কারনে দীর্ঘ দিনেও মধুহাটি ইউনিয়নের কাঙ্ক্ষি উন্নয়ন সম্ভব হয়নি। অথচ প্রতিটি চেয়ারম্যানের সময়ই কোটি কোটি টাকা বরাদ্ধ ভুয়াবিল ভাওচার এবং মাস্টারোলের মাধ্যমে অধিকাংশই লোপাট করা হয়েছে। আবার মাঝে মধ্যে অভিযোগ করে তদন্তে তদন্ত কর্মকর্তা প্রমান পেলেও অদৃশ্য কারনেই কোন দোসিদের বিরুদ্ধে কোন ব্যস্থা গ্রহণ না করে বহাল তবিয়তে রয়েছে। ফলে গ্রামবাসির মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান কোন মন্তব্য না করে তিনি জানান, জনগণকে সাথে নিয়ে সুষ্ঠ ও কাজের স্বচ্ছতা রেখে ইউনিয়নে উন্নয়ন করা হবে।