চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের সাথে চলমান কিছু সমস্যা নিয়ে মতবিনিময়

সমাধানের দাবিতে স্মারকলিপি দিলো সদর উপজেলা লোকমোর্চা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরে চলমান কিছু সমস্যা নিয়ে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেছেন সদর উপজেলা লোকমোর্চার নেতৃবৃন্দ। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের অফিসকক্ষে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক বিশ্বাস, সহসভাপতি সাহানা ইউসুফ কেয়া, সম্পাদক পারভীন লাইলা মালিক, সাংগঠনিক সম্পাদক মিন্টু বিশ্বাস, দপ্তর সম্পাদক মাবুদ সরকার, নির্বাহী সদস্য ইলিয়াছ হোসেন, সচিব কানিজ সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময়ের শুরুতে জেলা প্রশাসক সায়মা ইউনুসকে ফুলেল শুভেচ্ছা দেন সম্পাদক পারভীন লাইলা মালিকসহ নেতৃবৃন্দ।

পরে শহরের কিছু গুরুত্বপূর্ণ সমস্যাসহ কৃষকদের সমস্যা ও সমাধানের দাবিগুলো তুলে ধরেন সদর উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক বিশ্বাস। সমস্যাগুলোর মধ্যে রয়েছে- শহরের জনবহুল স্থানে মদের দোকান থাকায় প্রায়ই নেশাগ্রস্তদের দ্বারা পথচারি নারী ও স্কুলপড়ুয়া মেয়েদের লাঞ্ছিত হওয়া, ইভটিজারদের উৎপাতে স্কুলে যাওয়া আসায় ছাত্রীদের নিরাপত্তাহীনতা, ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরাট  হয়ে যাওয়া, অটোরিকশার সংখ্যা বাড়ায় দুর্ঘটনা বৃদ্ধি, লোকাল বাসে মহিলা, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের সংরক্ষিত আসন না থাকা ও কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়া। এ সময় উপস্থিত লোকমোর্চার নেতৃবৃন্দদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, আমি সব সময় ভালো কাজের সাথে আছি এবং থাকবো। ওই ধরনের মহৎ কাজের উদ্যোগ নেয়ায় সংগঠনের নেতৃবৃন্দদের ধন্যবাদ দেয়ার পাশাপাশি সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি। পরে সমস্যাগুলো সমাধানে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ।