গাংনী হাসপাতাল বাজার সুইপার কলোনীর নারীর বাসায় ওষুধ ব্যবসায়ী বিজয় গ্যাঁড়াকলে

 

গাংনী প্রতিনিধি: মধ্যরাতে মেহেরপুর গাংনী শহরের হাসপাতাল বাজার সুইপার কলোনীর এক নারীর ঘরে ঢুকে গ্যাঁড়াকলে পড়েছেন ওষুধ ব্যবসায়ী বিজয়। স্থানীয় লোকজন তাদের দুজনকে একই কক্ষে আটক করে রাখে। দীর্ঘদিন ধরেই সেখানে তার যাওয়া-আসা বলে জানায় ওই বাজারের লোকজন। রাত থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিযুক্ত বিজয়। বিষয়টি এলাকার টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

জানা গেছে, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের মুখে জামান ড্রাগ হাউজের ওষুধ ব্যবসায়ী বিজয় গতরাতে সুইপার কলোনীর এক নারীর ঘরে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন সুইপার কলোনীতে পৌঁছায়। একই কক্ষে তাদের দুজনকে দেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয়। খবর পেয়ে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। ওই নারীর সাথে বিজয়ের দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক বলে ক্ষোভ প্রকাশ করেন উৎসুক মানুষের অনেকেই। তাকে ওষুধ ব্যবসায়ীদের কলঙ্ক আখ্যায়িত করে দৃষ্টান্তমূলক সাজা দাবি করেন তারা। তবে পুলিশ পৌঁছানোর কিছুক্ষণ আগেই পালিয়ে যায় বিজয়। গতকাল সকাল থেকে ওই নারীর স্বামী পারিবারিক কাজে অন্য জেলায় রয়েছেন। এ সুযোগে বিজয় সেখানে গিয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল সেখানে গেলেও বিজয়কে ধরতে পারেনি। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান এএসআই মকবুল হোসেন।

অভিযুক্ত ওই নারী জানান, টয়লেট করার জন্য বিজয় এসেছিলো। দুজনের কোনো অবৈধ সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। হাসপাতাল বাজার যাত্রী ছাউনির সাথে পাবলিক টয়লেট। টয়লেটের পেছনে সুইপারদের দুটি পরিবার বাস করেন। বাসার সামনে টয়লেটের অবস্থান। তাহলে টয়লেট করতে গিয়ে এক ঘরের মধ্যে দুজনে কী করছিলেন সে প্রশ্নের সদুত্তোর মেলেনি অভিযুক্তদের কাছ থেকে।