আলমসাধু যাত্রীদের হাত-পা বেঁধে রেখে লুটপাট

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে ফের ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে পুলিশ বক্স ও কনটেক মিলের অদূরে গুপ্তপীরের মাজারের সামনে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে আলমসাধুর যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইলফোন ও সোনার দুলসহ সর্বস্ব লুটে নিয়েছে। ডাকাতরা আলমসাধুটিও নিয়ে যায়। কালো গেঞ্জি ও হাফপ্যান্ট পরিহিত মুখোশধারী ১০-১৫ জনের ডাকাতদল আলমসাধু চালকসহ ১১ নারী শ্রমিককের হাত-পা ও মুখ বেঁধে মাঠের মধ্যে ফেলে রেখে সটকে পড়ে। চালক ও শ্রমিকরা দুই ঘণ্টা পর বাঁধন খুলে মুক্ত হন।

জানা গেছে, গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া মীরপাড়ার সোহরাব হোসেনের ছেলে শামীম হোসেন আলমসাধু  নিয়ে এক পুরুষ ও ১০ নারী শ্রমিক নিয়ে আলমডাঙ্গার আইলহাসে যাচ্ছিলেন। পথিমধ্যে গুপ্তপীরের মাজারের সামনে এসে তারা ডাকাতদের কবলে পড়েন। ডাকাতরা চালক ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। অভিযোগকারীরা জানান, সড়কে টহল পুলিশের ডিউটি থাকলেও  ঘটনার সময় পুলিশ বক্সে কোনো পুলিশ দেখা যায়নি। এ ব্যাপারে শাহাপুর ক্যাম্প ইনর্চাজ এসআই ওয়ালিয়ার রহমানের বলেন, এ পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাটি শুনেছি। ছিনতাইকারীদের ধরতে সম্ভাব্য স্থানে অভিযান অব্যাহত রয়েছে।