আব্বাসের মুক্তির দাবিতে দর্শনা বাসস্ট্যান্ডে আবরোধ কর্মসূচি পালিত

গোয়েন্দা পুলিশের হাতে জাল টাকাসহ আটককৃত শ্রমিক নেতাকে আদালতে সোপর্দ

 

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ জাল টাকা রাখার অভিযোগে আটককৃত শ্রমিক নেতা আব্বাসের বিরুদ্ধে মামলাসহ আদালতে সোপর্দ করেছে। আব্বাসের মুক্তির দাবিতে মোটরশ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আব্বাস আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে দর্শনা মোটরশ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা দর্শনা বাসস্ট্যান্ড চত্বরে অবস্থান নেয়। এ সময় অবরোধকারীরা চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়ক অবরুদ্ধ করে রাখে। এতে সৃস্টি হয় যানজটের। পরে জেলা শ্রমিক-নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে অবরোধ শীতিল করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহনের দর্শনা শাখার সভাপতি মোতালেব হোসেন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনিয়নের সহসভাপতি আব্বাস আলীকে নিঃশর্ত মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে মাঠে নামবে শ্রমিকরা।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহীম আলী এবং এএসআই আশরাফ হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গাংপাড়ায়। গাংপাড়ার হযরত আলীর ছেলে দর্শনা মোটরশ্রমিক ইউনিয়নের সহসভাপতি আব্বাস আলীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ১শ টাকার ৪টি জাল টাকা নোট উদ্ধার করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ আটক করেছে আব্বাস আলীকে। আব্বাস আলীর বিরুদ্ধে মামলা দায়েরসহ গতকাল শুক্রবার সোপর্দ করা হয়েছে আদালতে।।