ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ড কুকের

মাথাভাঙ্গা মনিটর: ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড স্পর্শ করলেন দলের অধিনায়ক অ্যালিস্টার কুক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেই ইংলিশদের পক্ষে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ড গড়লেন কুক। এটি ছিলো তার ১৩৪তম টেস্ট। ফলে ১৩৩ টেস্টের মালিক হয়ে পেছনে পড়ে গেলেন অ্যালেক স্টুয়ার্ট। এতোদিন এই রেকর্ডটি নিজের দখলেই রেখেছিলেন স্টুয়ার্ট।

২০০৬ সালের মার্চে নাগপুরে ভারতের বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামেন কুক। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ইংল্যান্ডের টেস্ট দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে যান কুক। এ টেস্টের আগে ব্যাট হাতে ১৩৩ ম্যাচের ২৩৯ ইনিংসে ২৯টি সেঞ্চুরি ও ৫১টি হাফ-সেঞ্চুরিতে ১০৫৯৯ রান করেছেন কুক। ফলে অনেক আগেই ইংলিশদের পক্ষে সর্বোচ্চ রানের মালিকও হয়েছেন তিনি। অন্যদিকে, নিজের রেকর্ড গড়া ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন কুক। মাত্র ৪ রান করে বাংলাদেশের স্পিনার সাকিব আল হাসানের বলে বোল্ড হন কুক।