আলমডাঙ্গা বাদেমাজু গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের অভিযান : হেরোইনসহ আটক এক

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বাদেমাজু গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইনসহ হোরোইন ব্যবসায়ী তোফান আটক। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর বাদেমাজু থেকে তোফানকে আটক করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে।

জানাগেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মাদকব্যবসায়ী তোফাজ্জেল ওরফে তুফান (৩৫) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তুফান এলাকায় মাদকদ্রব্য হেরোইন ও গাঁজা খুচরা ও পাইকারী বিক্রয় করে। সে আলমডাঙ্গা শহরের আনন্দধাম ব্রিজ এলাকায় আট কপাটে ভ্রাম্যমাণ মাদকব্যবসায়ী হিসেবে পরিচিত। তুফান প্রতিদিন সন্ধ্যায় আনন্দধাম ব্রিজের ওপরে ভ্রাম্যমাণ গাঁজা ও হেরোইন বিক্রয় করে। গতকাল হেরোইন বিক্রয় করার সময় গোপন সংবাদে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইনসহ তুফানকে আটক করে থানায় নিয়ে আসে। আলমডাঙ্গা থানায় তুফানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।