মশকরার খেসারত!

জীবননগর ব্যুরো: মশকরার খেসারত শেষ পর্যন্ত জেলে যেয়ে দিতে হলো মানসিক প্রতিবন্ধী মনির হোসেনকে (৩৮)। স্ত্রীর বিয়ে ঠেকাতে অবৈধ পথে ভারতে গিয়ে তাকে খেতে হয়েছে বিএসএফের হাতে পিটুনি। অনেক ঝক্কি-ঝামেলার পর গতকাল শনিবার তাকে চুয়াডাঙ্গা জেল খানায় যেতে হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্তের নতুনপাড়া গ্রামে।

উপজেলার নতুনপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মনির হোসেন বুদ্ধি প্রতিবন্ধী। তার স্ত্রী রোজিনা খাতুন অসুস্থ। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাঁসখালী থানার বানপুরে নানা বাড়ি থেকে সে চিকিৎসা নিচ্ছে। স্ত্রী রোজিনা আর দেশে ফেরবে না, সেখানে সে আবার অন্য ছেলেকে দ্বিতীয় বিয়ে করছে মনিরের সাথে এমন মসকরা করে গ্রামের কয়েকজন যুবক। মসকরাকে সত্য মনে করে মানষিক প্রতিবন্ধী মনির স্ত্রীর বিয়ে ঠেকাতে শুক্রবার সকালে বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় কেষ্টপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নির্যাতন করে। আটকের পর মনিরের অসংলগ্ন কথাবার্তা শুনে সে একজন পাগল বিষয়টি বুঝতে পেরে বিএসএফ পাতাকা বৈঠক আহ্বান করে বিজিবিকে পত্র দেয় বলে খালিশপুরস্থ ৫৮ ব্যাটালিয়নের পক্ষ হতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে মনিরকে ফেরত দিলে বিজিবি ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এনে মামলাসহ মনিরকে জীবননগর থানায় সোপর্দ করে বলে থানা অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন জানিয়েছেন। এ দিকে গতকাল শনিবার মনিরকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে বলে জানা গেছে। এ ব্যাপারে গতকাল শনিবার দৈনিক মাথাভাঙ্গায় সংবাদ প্রকাশিত হয়।

 

Leave a comment