জীবননগর বাঁকায় নিষেধ অমান্য করে ড্রেজিঙের মাধ্যমে বালু উত্তোলন

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকায় নিষেধ অমান্য করে ফসলী জমির মাঝখানে ড্রেজিঙের মাধ্যমে পুকুর হতে বালু উত্তোলন করা হচ্ছে। এ বালু উত্তোলেনর ফলে পাশের কয়েক বিঘা জমি ভাঙনের হুমকির মুখে পড়েছে। ভাঙনের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছে জমির মালিকগণ। তারা আশু প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের সরনাপন্ন হয়েছে বলে জানানো হয়েছে।

লিখিত অভিযোগে জানা যায়, জীবননগর উপজেলার বাঁকা গ্রামের সাবেক মেম্বার ইসাহক আলী পরাণের ছেলে মিজানুর রহমান নিষেধ অমান্য করে তাদের জমি হতে ড্রেজিঙের মাধ্যমে বালু উত্তোলন করছে। এ বালু উত্তোলনের ফলে পানির নিচে মাটির স্তর সরে গিয়ে আশপাশের আবাদি জমি ভাঙনের মুখে পড়েছে। ভাঙন শুরু হলে বেশ কয়েকজন কৃষকের কয়েক বিঘা জমি বিলীন হয়ে যাবে। এ অবস্থায় তারা ড্রেজিঙের মাধ্যমে অবৈধভাবে এ বালু উত্তোলন বন্ধে জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।