ডুগডুগি পশু হাটে গরু কিনতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে রঙমিস্ত্রি : ৭০ হাজার টাকা খোয়া

 

জীবননগর ব্যুরো: বাড়িতে পালন করার জন্য তিলে তিলে জোগাড় করা সঞ্চিত অর্থ দিয়ে ডুগডুগি বাজারে গরু কিনতে গিয়ে অজ্ঞান পার্টিও খপ্পরে জীবননগর নতুন তেঁতুলিয়া গ্রামের রঙমিস্ত্রি শহিদুল ইসলাম ৭০ হাজার টাকা খুইয়েছেন। গত সোমবার দুপুরে সে ডুপডুগি পশু হাটে যায় এবং গতকাল বিকেলে অজ্ঞান অবস্থায় তাকে চুয়াডাঙ্গা হতে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়।

জীবননগর নতুন তেঁতুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল পেশায় একজন রঙমিস্ত্রি। সংসারে স্বচ্ছলতা আনতে সে তিলে তিলে ৭০ হাজার টাকা সঞ্চয় করে। ওই টাকা দিয়ে একজোড়া গরু কেনার জন্য দুপুরে ডুগডুগি পশুহাটে যায়। এ সময় সে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। অজ্ঞান পার্টির সদ্যসারা তার নিকট থাকা ৭০ হাজার টাকা লুটে নিয়ে তাকে চুয়াডাঙ্গার রাস্তার পাশে ফেলে যায়। এদিকে শহিদুলের কোনো খবর না পেয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়ে। বিকেলে চুয়াডাঙ্গাতে তার অজ্ঞান হয়ে পড়ে থাকার খবর আসে। পরে চুয়াডাঙ্গা হতে অজ্ঞান অবস্থায় শহিদুলকে উদ্ধার জীবননগর হাসপাতালে এনে ভর্তি করা হয়। এদিকে দীর্ঘদিন ধরে সঞ্চিত অর্থ এভাবে খোয়া যাওয়াতে তার পরিবারে হতাশা নেমে এসেছে।