আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে অপহরণ ॥ সর্বস্ব খুঁইয়ে প্রাণে রক্ষা

 

জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনধি: চুয়াডাঙ্গা আদালতে হাজিরা দিতে যেয়ে রবিউল ইসলামকে (৩০) অপহরণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে ভর্তি করা হয়। সোমবার আদালত চলাকালীন সময়ে চুয়াডাঙ্গাতে এ অপহরণের ঘটনা ঘটে। রবিউল ইসলাম জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ার নজির মণ্ডলের ছেলে।

রবিউল ইসলাম জানান, তার বড় ভাই জিয়ারুল ইসলামের সাথে প্রতিবেশী ফকির মাহমুদের মেয়ে শিল্পী খাতুনের বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে ভাই শিল্পিকে তালাক দেন। এই ঘটনায় ভাবি বাদী হয়ে চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলায় তাকেও আসামি করা হয়। সোমবার তারা ওই মামলায় আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে দুস্কৃতকারীরা আদালত চত্বর থেকে তাকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন চালায়। এ সময় দুস্কৃতিরা তাকে বেধড়ক পিটিয়ে কাছে থাকা দোকানের ইলেকট্রনিক্স মালামাল ক্রয়ের ৪৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে অচেতন অবস্থায় একটি স্কুটারে তুলে দেয়। রাতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।