চুয়াডাঙ্গা কালুপোলের ফরহাদ মারা গেছেন মালয়েশিয়ায়

 

পাঁচমাইল প্রতিনিধি: ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন চুয়াডাঙ্গা জেলা সদরের কালুপোল গ্রামের আশাদুল হকের ছেলে ফরহাদ আলী (৩২)। আনুমানিক ৭ বছর ধরে প্রবাসেই ছিলেন তিনি। তিন মাস আগে তিনি বাড়ি ফেরেন। ফের মালয়েশিয়ার কর্মস্থলে যোগদেন। গত রোববার তিনি মারা যান। এ খবর পরিবারে পৌঁছুলে নিকটজনদের কান্নায় কালুপোলের বাতাস ভারি হয়ে ওঠে। পরিবারের সদস্যরা বলেছেন, বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ফরাদের মৃতদেহ দেশে নেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। তবে কবে নাগদ দেশে নেয়া সম্ভব হবে তা নিশ্চিত করে বলতে পারেননি নিকটজনেরা।

 

Leave a comment