বিশ্ব টুকিটাকি : ভারত-পাকিস্তান দ্বন্দ্ব অবসানে আবারো যুক্তরাষ্ট্রের আহ্বান

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব অবসানে আবারো যুক্তরাষ্ট্রের আহ্বান

মাথাভাঙ্গা মনিটর: ভারত-পাকিস্তানকে সংঘাতপূর্ণ অবস্থান থেকে সরে আসার জন্য আবারো আহ্বান জানালো যুক্তরাষ্ট্র। এছাড়া পারমানবিক শক্তিধর দেশ হিসেবে তাদের সংযতপূর্ণ আচরণ করা উচিত বলেও মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তিনি বলেন, ‍যুক্তরাষ্ট্র মনে করে ১৮ সেপ্টেম্বরে ভারতের সেনাঘাটিতে হামলার ঘটনাটি সন্ত্রাসী হামলা ছিলো। এর তীব্র নিন্দাও জানায় তারা। যুক্তরাষ্ট্র জানায়, তারা বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারা দুইপক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, ‘আমরা বেশ কয়েকবার এই অঞ্চলের সীমান্তবর্তী সন্ত্রাস নিয়ে উদ্যোগ জানিয়েছি। আমরা আবারো এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি।’ তিনি জানান, ইতোমধ্যে এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

মেয়েকে মাথায় নিয়ে নদী পেরিয়ে হাসপাতালে পৌঁছুলেন বাবা

মাথাভাঙ্গা মনিটর: মেয়ে অসুস্থ, তাকে শহরের হাসপাতালে নিতে হবে। কিন্তু শহরে যাওয়ার রাস্তা নেই, নেই দ্রুত যান চলাচলের ব্যবস্থা। অগত্যা তাই মেয়েকে মাথায় নিয়েই নদী পেরিয়ে হাসপাতালে পৌঁছুলেন বাবা। ঘটনাটা ভারতের হায়দ্রাবাদের। সদ্য ঘটা এই ঘটনার ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করা হলে তা ভাইরাল হয়ে যায়। হায়দ্রাবাদের মাওবাদী অধ্যুষিত আদিবাসী গ্রাম কুদুমসারিতে পাকা রাস্তা নেই। ভারি বৃষ্টিতে অন্ধপ্রদেশের অন্যান্য এলাকার মতোই ভেসে গেছে গ্রাম। শহরের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে সতীবাবুর সদ্যোজাত অসুস্থ শিশুকে নিয়ে  প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে পৌঁছনোর একমাত্র উপায় ছিল ওই নদী পেরনো।

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে নদীতে ১২টি মৃতদেহ উদ্ধার

মাথাভাঙ্গা মনিটর: মেক্সিকোর একটি নদী থেকে ১২টি মৃতদেহ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। নদীটি একটি লেকের কাছে অবস্থিত। লেকটি মার্কিন পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বৃহস্পতিবার দুটি মাদক চক্রের মধ্যে সহিংসতায় এই ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। জালিস্কো রাজ্যের প্রধান প্রসিকিউটর এডুয়ার্ডো আলমাগুয়ের বলেন, বৃহস্পতিবার বিকেলে লার্মা নদীতে তিনটি মৃতদেহ পাওয়া গেছে। এর আগে সপ্তাহের প্রথম তিন দিনে আরো ৯টি মৃতদেহ পাওয়া যায়। আলমাগুয়ের সাংবাদিকদের বলেন, ‘লার্মা নদী ও লেক চাপালার কাছে ১২টি মৃতদেহ পাওয়া গেছে।’ কিভাবে এরা মারা গেছে সে সম্পর্কে তিনি কিছু জানাননি।

তিনি বলেন, ‘এই ৯টি মৃতদেহে সহিংসতার চিহ্ন রয়েছে।’

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ১৫

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় অন্তত ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার একথা জানায় সংস্থাটি। গত বুধবার দেশটির পূর্বাঞ্চলে এই হামলায় আহত হয়েছেন আরও ১৩ জন। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি নানগাঘার প্রদেশের আইএস ঘাটিতে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিলো। জবাবে আফগানিস্তানে জাতিসংঘের মিশন জানায়, কিছু আইএস জঙ্গি হয়তো মারা যেতে পারে তবে নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী ও একজন শিক্ষকও ছিলেন।

উচ্চশিক্ষার জন্য কুমারীত্ব নিলামে তুললেন তরুণী

মাথাভাঙ্গা মনিটর: স্বপ্ন তার বিদেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ করবেন। কিন্তু এর জন্য প্রয়োজনীয় অর্থ নেই। অর্থ সংগ্রহ করতে সোজা পথে হেঁটে ব্যর্থ হন তিনি। শেষমেশ স্বপ্ন সমান বড়ো হতে অদ্ভুত এক কাণ্ড করলেন ওই তরুণী। ফলাও করে নিজের কুমারীত্ব নিলামে তুলে বসলেন! মেয়েটির নাম এরিয়ানা, তার জন্ম ও বেড়ে উঠা রাশিয়ায়। বিদেশে যাবেন, ডাক্তারি পড়তে। কিন্তু তার জন্য প্রয়োজনীয় অর্থ নেই। সেজন্য এক রাশিয়ান এস্কর্ট ওয়েবসাইটে নিজের কুমারীত্ব নিলামে তুলেন ২০ বছর বয়সী ওই তরুণী। এরিয়ানা কুমারীত্ব নিলামে তোলার এই ধারণা পেয়েছেন তারই এক বান্ধবী ললিতার কাছ থেকে। ললিতাও একই কায়দায় নিজের পড়াশুনার খরচ সংগ্রহ করেন।

 

Leave a comment