কন্যা শিশুর বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি
স্টাফ রিপোর্টার: জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও দামুড়হুদায় এ মানববন্ধন কর্মসচি পালিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে ‘কন্যা শিশুর বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্যের আলোকে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মাননববন্ধন পালিত হয়েছে। বক্তারা শিশু কন্যার বিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। মানববন্ধনে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন শ্লোগান সম্বলিত বর্ণাঢ্য ফেস্টুন এবং বাল্যবিয়েকে না বলুন লাল কার্ড প্রদর্শন করা হয়।
চুয়াডাঙ্গায় প্রেসক্লাবের সামনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সামসুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, পৌর কাউন্সিলর সুলতানা আরা বেগম বত্না, জেলা ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, লোকোমোর্চার সচিব কানিজ সুলতানা। এছাড়া মহিলা বিষয়ক অধিদফতরের কর্মচারীবৃন্দ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, পদ্মবিলা ও শঙ্করচন্দ্র ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের তত্ত্বাবধায়ক, পিয়ার লিডার, সদস্য, স্কুল কলেজের ছাত্র ছাত্রী, সাংবাদিক মানববন্ধনে অংশগ্রহণ করেন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, সকাল ১০টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন। উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক নাদিরা রহমান, বিলকিস পারভীন, হোসনে আরা পারভীন, হালিমা খাতুন, জান্নাতুল, মুসলিমা আক্তার, শিল্পী বিশ্বাস, সুফিয়া খাতুন, রাবেয়া খাতুন প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের যৌথ উদ্যোগে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, উপজেলা মৎস্য অফিসার আইয়ুব আলী, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন, দামুড়হুদা মডেল থানার এসআই আব্দুল বাকী, শিক্ষক আব্দুর রাজ্জাক, ইমদাদুল হক, সাবেক মেম্বার আবুল হাশেম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল।