দামুড়হুদায় মোবাইলফোনে ৫ লাখ টাকা চাঁদা দাবি : স্কুলছাত্রসহ দু কিশোর গ্রেফতার
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মোবাইলফোনে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে হামজার আলীর ছেলে টিটন (১৬) এবং একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে স্কুলছাত্র শাহিনকে (১৪) গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর বাসস্ট্যান্ডপাড়ার হামজার আলীর ছেলে চা বিক্রেতা কাবিরুল ইসলাম টিটন এবং একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র শাহিন গত ২৪ সেপ্টেম্বর ০১৯৯১-৮৮৪৩৭৮ এই নম্বর থেকে প্রতিবেশী আবু তাহেরের ছেলে আল মামুনের ০১৯৩৪-৩৩৫৬৩২ এই নম্বরে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে ম্যাসেস পাঠায়। ম্যাসেস পাঠানোর পর তারা ০১৭২৮-৫৯২২৩৮ এই নম্বর থেকে ওই ৫ লাখ টাকা চাঁদার বিষয়ে মামুনের সাথে কথা বলে। মামুন বিষয়টি থানা পুলিশকে জানায় এবং এ সংক্রান্তে একটি জিডি করেন। পুলিশ মোবাইল ট্রাকিঙের মাধ্যমে গত রোববার রাতে হামজার আলী ও তার ছেলে টিটনকে আটক করে থানায় নিয়ে আসে। যে সিম থেকে চাঁদা চাওয়া হয় সেটি পিতা হামজার আলীর নামে রেজিস্ট্রেশন করা হলেও তা ব্যবহার করতো ছেলে চা দোকানি টিটন। ওই চাঁদা চাওয়ার ঘটনার সাথে হাজার আলী কোনো সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে টিটন জানায়, ম্যাসেস পাঠানোর সময় একই পাড়ার মনিরুলের ছেলে স্কুলছাত্র শাহিন তার সাথে ছিলো। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ গতকাল সন্ধ্যায় তাকেও গ্রেফতার করে। এ ঘটনায় মামুন বাদী হয়ে অভিযুক্ত টিটন ও শাহিনকে আসামি করে গত সোমবার মামলা দায়ের করেন। দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের উভয়কেই রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।