আলমডাঙ্গায় বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের কমিটি গঠিন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টুকে সভাপতি ও হারদী এমএস জোহা ডিগ্রি কলেজের প্রভাষক একেএম ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের আলমডাঙ্গা শাখার কমিটি গঠন করা হয়। গতকাল সোমবার বিকেলে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এক মতবিনিময়সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টুর সভাপতিত্বে প্রধান ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আওরঙ্গজেব মোল্লা টিপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক কাজী রবিউল ইসলাম, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, বেলগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার দে, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আশরাফুল হক লুলু, প্রভাষক একেএম ফারুক হোসেন, শিক্ষক প্রতিনিধি আশরাফুল ইসলাম, প্রভাষক আমিরুল ইসলাম জয়, আতিকুর রহমান বিশ্বাস।

আলোচনাসভা শেষে সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টুকে সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত কুমার অধিকারী ও  মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আশরাফুল হক লুলুকে সহসভাপতি, হারদী এমএস জোহা ডিগ্রি কলেজের প্রভাষক একেএম ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক, সহসম্পাদক পদে ৪ জন যথাক্রমে প্রভাষক আমিরুল ইসলাম জয়, আশরাফুল ইসলাম ও সুশীল কুমার ভৌতিকা, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বিশ্বাস, অফিস সেক্রেটারি পরিমাল কুমার কালু ঘোষ, সংবাদপত্র ও প্রকাশনা সম্পাদক মাহফুজুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডা. অমল কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক কাজী স্নিগ্ধা হক এবং প্রধান উপদেষ্টা করা হয়েছে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপুকে।

Leave a comment