গাংনীতে সৎ ভাইদের প্রতারণায় পথে পথে ঘুরছেন মুক্তার

 

গাংনী প্রতিনিধি: সৎ ভাইদের প্রতারণায় পথে পথে ঘুরছেন মেহেরপুর গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামের মুক্তারুজ্জামান নামের এক যুবক। পিতার মৃত্যুর পর তার কয়েক ভাই মিলে সম্পত্তি ফাঁকি দেয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে। নায্য পাওয়া বুঝিয়ে দিতে চলছে বিভিন্ন প্রকার টালবাহনা। তাই পৈত্রিক সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনীতে এক সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত অভিযোগ করে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

বাথানপাড়া গ্রামের মৃত তফেল উদ্দীনের ছেলে মুক্তারুজ্জামান লিখিত বক্তব্যে বলেন, তার পিতার চতুর্থ স্ত্রী আঞ্জুমান আরার একমাত্র ছেলে। চার স্ত্রীর মোট ৫ ছেলে ও ৫ মেয়ে রয়েছে। মুক্তারুজ্জামানের শিশু কাল থেকেই সৎ মা ও ভাইবোনদের ষড়যন্ত্রের শিকার। পারিবারিক সঙ্গত কারণেই তার মা তাকে নিয়ে আলাদাভাবে বসবাস করতেন। প্রায় ১১ বছর আগে পিতা তফেল উদ্দীন মারা যান। দাফনের আগে তার সৎ ভাই আনিছুজ্জামান, হামিদুজ্জামান, রোকনুজ্জামান ও আক্তারুজ্জামান পৈত্রিক সম্পত্তির নায্য অংশ বুঝিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন। পরিবার, আত্মীয়স্বজন ও গ্রামের মানুষের উপস্থিতিতে তারা ওই প্রতিশ্রুতি দিলেও অদ্যবধি তা বাস্তবায়ন করেনি। উল্টো সম্পত্তি ফাঁকি দেয়ার জন্য তারা মুক্তারুজ্জামানের বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গতকাল বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে সালিস বৈঠক অনুষ্ঠানের প্রতিশ্রুতি থাকলেও তারা হাজির হননি। তাই নিরুপায় মুক্তারুজ্জামান পৈত্রিক সম্পত্তির নায্য ভাগ পেতে প্রশাসনের সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।