পরীক্ষা কক্ষে মোবাইলফোন বহনকারী শিক্ষার্থীকে বহিস্কারের নির্দেশ

 

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ২৯ সেপ্টেম্বর। ৮০ নম্বরের পরীক্ষা দুপুর দেড়টায় শুরু হয়ে চলবে টানা সাড়ে ৩ ঘণ্টা। এবার চুয়াডাঙ্গা জেলায় অনুষ্ঠিত ডিগ্রি পাস পরীক্ষায় অংশগ্রহণ করবে ১ হাজার ১৬৮ শিক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন।

গতকাল রোববার দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আসন্ন ডিগ্রি পাস পরীক্ষার প্রস্তুতিমূলকসভায় কেন্দ্রে শৃঙ্খলা বজায় ও নকলমুক্ত সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন সভাপতি জেলা প্রশাসক সায়মা ইউনুসসহ উপস্থিত অতিথিবৃন্দ। বিশেষভাবে পরীক্ষা কক্ষে মোবাইলফোন বহনকারী শিক্ষার্থীকে বহিস্কারের বিষয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবপ্রশাদ পাল, সিভিল সার্জন ডা. মুহা ছিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ছিদ্দিকুর রহামন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, নেজারত ডেপুটি কালেক্টর তরিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিকসহ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও সহকারী অধ্যক্ষবৃন্দ।

চুয়াডাঙ্গায় প্রতিবারের মতো সাতটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে আদর্শ সরকারি মহিলা কলেজের ১৮, পৌর ডিগ্রি কলেজের ৬৭, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের ৮২ ও বদরগঞ্জ ডিগ্রি কলেজের ৫১ জন।

আদর্শ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে চুয়াডাঙ্গা সরকারি কলেজের (বিএ ও বিএসএস) ৩৯৭, এমএস জোহা ডিগ্রি কলেজ কেন্দ্রে আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ৬২, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্রে এমএস জোহা ডিগ্রি কলেজের ১১৩, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ২২, নিগার সিদ্দিক কলেজের ২, খাসকররা কলেজের ৮, জীবননগর ডিগ্রি কলেজ কেন্দ্রে দর্শনা সরকারি কলেজের ১৩৯, জীবননগর আদর্শ মহিলা কলেজের ১৭, দর্শনা সরকারি কলেজ কেন্দ্রে জীবননগর ডিগ্রি কলেজের ১২৪, এবং চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে চুয়াডাঙ্গা সরকারি কলেজের (বিবিএস, বিএসসি ও সার্টিফিকেট কোর্স) ৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পরীক্ষা কেন্দ্র এলাকায় ১৪৪ ধারা জারি, কেন্দ্রে মোবাইলফোন বহনকারী শিক্ষার্থীকে বহিস্কার, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষা কক্ষের পরিবেশ, শিক্ষকদের সঠিকভাবে দায়িত্ব পালনসহ পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন অতিথিবৃন্দ।