স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগের চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা শাখার অধীনস্থ জুড়ানপুর ইউনিয়ন কমিটি ও আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ শাখা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ সভাপতি জামিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যুক্ত স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক শাহীন, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, আকরামুল, সামাদ, কাজল ও আইতুল্লাহ দীর্ঘ ৩ বছর যাবত আহ্বায়ক কমিটির দায়িত্ব পাওয়ার পর অদ্যাবধি পূর্ণাঙ্গ কমিটি গঠনপূর্বক উপজেলা শাখায় জমা দিতে ব্যর্থ হয়েছেন। সেই সাথে উভয়ই সংগঠন পরিপন্থি কার্যকলাপে লিপ্ত রয়েছেন। এ কারণে উক্ত আহ্বায়ক কমিটির পদ থেকে অব্যাহতি প্রদান করাসহ আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো।
অপর প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুড়ানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক মামুন দীর্ঘ প্রায় ২ বছর যাবত মূল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। দায়িত্ব পেয়ে অদ্যাবধি একটি পূর্ণাঙ্গ কমিটি উপজেলা শাখায় জমা দেননি। সেই সাথে সংগঠন পরিপন্থি কার্যকলাপে লিপ্ত রয়েছে। এ কারণে উক্ত পদ থেকে অব্যাহতি প্রদানের পাশাপাশি ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।