পাবলিক প্লেসে ধুমপানের অপরাধে মেহেরপুরে তিনজনের জরিমানা

 

মেহেরপুর অফিস: পাবলিক প্লেসে ধুমপানের অপরাধে মেহেরপুরে তিন ব্যক্তির কাছ থেকে ২শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। অর্থদণ্ডিতরা হচ্ছেন- চুয়াডাঙ্গা জেলার মুন্সিগঞ্জ গ্রামের মছলেম উদ্দীন (৪৬), মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের রহমান আলী (৫২) ও খাইরুল ইসলাম (৪৪)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ওই তিন ব্যক্তি বসে ধুমপান করছিলেন। বিষয়টি নজরে আসে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের। পরে তিনি নিজেই তাদেরকে আটক করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কাছ থেকে ২শ টাকা করে জরিমানা আদায় করেন।

ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধুমপান দণ্ডনীয়। জেলা প্রশাসক কার্যালয়সহ সরকারি-বেসরকারি অফিস, পেক্ষাগৃহ, যাত্রীছাউনিসহ বিভিন্ন স্থান আইন অনুযায়ী পাবলিক প্লেস।