চুয়াডাঙ্গায় বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন : বয়সের সাথে প্রাণ জুড়ে নিন

 

স্টাফ রিপোর্টার: ‘বয়সের সাথে প্রাণ জুড়ে নিন’ এই স্লোগানকে সামনে রেখে ন্যায় চুয়াডাঙ্গায় পালিত হলো বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা শাখার আয়োজনে একটি ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় ৱ্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেব প্রসাদ পাল, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা শাখার সভাপতি ডা. মো. নূর আলম আকাশ ও সাধারন সম্পাদক ডা. মো. তারিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ডা. শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. আফসানা আরজু প্রমুখ। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে চুয়াডাঙ্গা ফিজিওথেরাপি অ্যাণ্ড ডায়াগনস্টিক সেনটারে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ৩৫ জন রোগীকে ফ্রি চিকিৎসা দেয়া হয়।