চুয়াডাঙ্গার টেইপুরে চাঁদার দাবিতে হুমকি

 

স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গার আলুকদিয়ার টেইপুরে চাঁদার দাবিতে বাড়িতে বোমা সাদৃশ্য রেখে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। পুলিশের সহযোগিতায় বাড়ি থেকে লাল টেপ জড়ানো দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। টেইপুর গ্রামের মৃত জেবোর আলীর ছেলে ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের কাছে গত ৩০ আগস্ট আঙ্গাতনামা স্থান থেকে ০১৭৯১০০১৭২০ নম্বর থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। না দিলে তার সন্তানকে অপহরণ করবে অথবা তাকে মেরে ফেলবে বলে হুমকি দিতে থাকে। এ অবস্থায় রাজ্জাক ৩১ তারিখে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তারই ধারাবাহিকতায় কয়েকদিন ধরে ০১৭৯১০০১৭২০, ০১৭০০৯৩৮১৬৫, ০১৭৬৬৫৫১৫২০, ০১৭৯৫৭০৬৬০৫৬ সহ বিভিন্ন নম্বর দিয়ে চাঁদা দাবি করতে থাকে। তার পরও আব্দুর রাজ্জাক চাঁদা না দেয়াই আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে গত বুধবার রাতে বাড়ির উঠান দুটি বোমা সদৃশ্য বস্তু রেখে যায়। রাজ্জাকের স্ত্রী সকালে বোমা সদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার এসআই শরিফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বাড়ি থেকে বোমা সদৃশ্য বসউ উদ্ধার করে। এ ঘটনায় রাজ্জাকের পরিবারসহ গ্রামে আতঙ্ক বিরাজ করছে। এদিকে রাজ্জাকের স্ত্রী যমুনা খাতুন আরো অভিযোগ করে বলেন পূর্ব বাংলার লাল পতাকার নামে মোবাইলফোনে অব্যাহতভাবে চাঁদা চাওয়া ব্যক্তি হুমকি দিয়ে বলে, আমরা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র দামুড়হুদার সজিবকে বৃক্ষমেলা থেকে অপহরণ করে হত্যা হরেছি। টাকা না দিলে তোর ছেলে বা স্বামীকে যে কোনো সময় অপহরণ পূর্বক হত্যা করা হবে।

এদিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই শরিফ হোসেন বলেন, আমরা মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে দুষ্কৃতীদের শনাক্তের চেষ্টা অব্যাহত রেখেছি। তবে লাল টেপ দিয়ে জড়ানো বোমা সদৃশ্য বস্তুর ওজন দেখে মনে হচ্ছে কোটার মধ্যে বালু ভরে লাল টেপ জড়িয়ে  চাঁদার দাবিতে আতঙ্কের সৃষ্টির জন্য ফেলে রেখে গেছে।