কেউ না খেয়ে মারা যাবে না
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্দিন কেটে গেছে, বাংলাদেশের কোনো মানুষ আর না খেয়ে মারা যাবে না। দারিদ্র্য ও ক্ষুধায় কেউ কষ্ট পাবে না। গৃহহারাও থাকবে না। বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত দেশ। জাতির পিতা বঙ্গবন্ধুর দেখানো পথেই দেশ থেকে দারিদ্র্য দূর করতে কাজ করছে বর্তমান সরকার। রাজনীতি করি নিজের জন্য নয়, জনগণের ভাগ্য গড়ার জন্য। আমরা দুঃস্থদের সাহায্য দিচ্ছি। কিন্তু দুঃস্থ মানুষ, দুঃস্থ থাকুন- সেটা আমরা আর চাই না। অবশ্য সেটা থেকে মুক্তি মিলছে এখন। গতকাল বুধবার কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজিতে চাল বিতরণের ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’- এই শ্লোগানে খাদ্যবান্ধব কর্মসূচিতে হতদরিদ্রদের মাঝে বছরে সাড়ে সাত লাখ টন চাল বিতরণ করা হবে। এই কর্মসূচির আওতায় হতদরিদ্র জনগণ কার্ডের মাধ্যমে প্রতি মাসে ৩০ কেজি করে ১০ টাকা নির্ধারিত মূল্যে চাল পাবে। বছরের যে সব সময়ে ক্ষেত-খামারে কাজ থাকে না এমন ৫ মাস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিলে সরকারের এই খাদ্যবান্ধব কর্মসূচি চলবে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে কোনো মানুষ যাতে দরিদ্র না থাকে, বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ হবে সে লক্ষ্যে আমরা খাদ্যবান্ধব কর্মসূচি চালু করেছি। মনে রাখবেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের উন্নয়ন হয়। তাই আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করুন। আওয়ামী লীগের পতাকাতলে সমবেত হোন।