দামুড়হুদা ইউনিয়নে এক যুবলীগ নেতার কাছে অসহায় ইউপি মেম্বার মোয়াজ্জেম হোসেন

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা ইউনিয়নে এক যুবলীগ নেতার কাছে অসহায় ইউপি মেম্বার মোয়াজ্জেম হোসেন। তিনি বিপুল ভোটে ইউপি মেম্বার নির্বাচিত হলেও পরিষদে কোনো মূল্যায়ন নেই। তার দায়িত্ব জোরপূর্বক পালন করতে চাচ্ছেন যুবলীগ নেতা হযরত আলী। তার নামে বরাদ্দকৃত ৪৫৩ ভিজিএফ কার্ড পুরোই হাতিয়ে নিয়েছেন ওই যুবলীগ নেতা হযরত আলী। এমনই অভিযোগ করেছেন ইউপি মেম্বার মোয়াজ্জেম হোসেন।

দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার উজিরপুর গ্রামের মৃত দুঃখী মণ্ডলের ছেলে মোয়াজ্জেম হোসেন গতরাতে দৈনিক মাথাভাঙ্গায় উপস্থিত হয়ে অভিযোগ করে বলেন, ‘মাস্টার রোল অনুযায়ী আমার অনুকূলে হতদরিদ্রদের জন্য ৪৫৩টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেয়া হয়। এতে আগামীকাল (আজ) বুধবার মাথা পিছু ১০ কেজি করে চাল দেয়ার কথা। আমি পরিষদে বসে কার্ডগুলোয় সই স্বাক্ষর করি। এরপর দামুড়হুদার যুবলীগ নেতা হযরত আলী কৌশলে আমার কাছ থেকে সব কার্ড হাতিয়ে নেন। বার বার চাওয়ার পরেও তিনি সেগুলো আমাকে ফেরত দেননি।’ তিনি বলেন, মাস্টার রোল অনুযায়ী হতদরিদ্ররা যদি ভিজিএফ কার্ড হাতে না পায় এ জন্য আমার কোনো দায়দায়িত্ব থাকবে না। তাছাড়া এই অবস্থায় প্রতিনিধিত্ব করা সম্ভব হচ্ছে না। আমি মেম্বার আর যুবলীগ নেতা আমার দায়িত্ব পালন করবেন, যদি এমন পরিস্থিতি হয় তাহলে আমি মেম্বার পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করবো।