সীমান্ত সচেতনতা নিয়ে গাংনীতে বিজিবির মতবিনিময়সভা

 

গাংনী প্রতিনিধি: সীমান্ত সচেতনতা বিষয়ে মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়ায় গতকাল রোববার বিকেলে মতবিনিময়সভা অনুষ্ঠি হয়েছে। ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে ওই মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন বলেন, বিজিবি একার পক্ষে সীমান্ত সমস্যা সমাধান করা সম্ভব নয়। সীমান্তবাসীকে নিজের স্বার্থে ও দেশের স্বার্থে এগিয়ে আসতে হবে। সীমান্ত দিয়ে যদি অবৈধ কোনো কিছু আসা-যাওয়া করে তাহলে আগে তার কুফল ভোগ করেন সীমান্তের বাসিন্দারা। তাই এ বিষয়ে প্রত্যেকেরই নাগরিক দায়িত্ব যথাযথভাবে পালনের পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান (পিএসসি), মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিসুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান ও গাংনী পৌর প্যানেল মেয়র নবীর উদ্দীন। সভাপতিত্ব করেন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম (পিএসসি। বক্তব্য রাখেন বিটিভি প্রতিনিধি আলামিন হোসেন, প্রভাষক রেজাউর রহমান। উপস্থিত ছিলেন গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানাসহ সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সীমান্তবর্তী এলাকার জনগণের অবৈধভাবে সীমান্ত অতিক্রম, মাদক ও চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ সম্পর্কে বক্তব্য রাখেন বিজিবি সেক্টর কমান্ডার।