আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটে আনন্দঘন পরিবেশে নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ইদ্রিস খান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম। প্রতিষ্ঠানের ফ্যাশান ডিজাইনার শিক্ষক এমদাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক বেলাল হোসেন, শামীম উদ্দিন, শাহাজান আলী, সোহানী ইয়াসমিন, ইসরাফিল হোসেন, আলী আহমেদ, কাওছার আহমেদ রাজু, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হক লিমন, নাসরুল্লাহ আজম, নাজমুল হক, আশরাফুল ইসলাম, মাসুদ সালেহীন প্রমুখ।