কেরুজ আখচাষি কল্যাণ সংস্থার দ্বিবার্ষিক সম্মেলন : হান্নান সভাপতি রাজ্জাক সম্পাদক

 

দর্শনা অফিস: কেরুজ চিনিকল মিলস গেট আখচাষি কল্যাণ সংস্থার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে আবারও সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মনোনীত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে কেরুজ ট্রেনিং কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সম্মেলনের সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আব্দুল হান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, সাব্কে ইউপি চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, হাজি শামসুল হক, হাজি আকমত আলী, কেরুজ চিনিকলের ডিজিএম সাজ্জাদ হোসেন, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। অহিদুজ্জামানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন- হাজি ফকির মোহাম্মদ, হাজি মতিয়ার রহমান, নিজাম উদ্দিন, ইদ্রিস আলী, সিরাজুল ইসলাম প্রমুখ। পরে পৌর মেয়র, আখচাষি কল্যাণ সংস্থার উপদেষ্টা, দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মতিয়ার রহমান ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। এ কমিটিতে আবারও সভাপতি আব্দুল হান্নান, সহসভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসাধারণ সম্পাদক আ. বারী, দপ্তর সম্পাদক/ক্যাশিয়ার হাজি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান, প্রচার ও সাহিত্য সম্পাদক আব্দুল কাদের, কার্যনির্বাহী সদস্য ইদ্রিস আলী, আশরাফ আলী, জহিরুল হক, ফরিদ আহম্মেদ, শহীদ লতিফ মিল্টন, আমির হোসেন, ইউনুস আলী ও এনায়েতুল্লাহ মনোনীত হয়েছেন। কোনো প্রকার দ্বিমত না থাকায় চাষিদের মতামতের ভিত্তিতেই ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সভার শুরুতে আখচাষি কল্যাণ সংস্থা এবং মা ও শিশু জেনারেল হাসপাতালের আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন সহসভাপতি ওমর আলী ও কোষাধ্যক্ষ হাজি নজরুল ইসলাম।