স্টাফ রিপোর্টার: আগামী ২৪ সেপ্টেম্বর হতে শুরু হচ্ছে ১৮ দিনব্যাপী জাতীয় নাট্যোৎসব। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এ নাট্যোৎসব ১১ অক্টোবর পর্যন্ত চলবে। এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ স্লোগানকে ধারণ করে রাজধানীর ৩১টি এবং দেশের ৮ বিভাগের ২৭টি সংগঠনের সমন্বয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল হল, স্টুডিও হল ও মহিলা সমিতি মিলনায়তনসহ ৪টি মঞ্চে উৎসব অনুষ্ঠিত হবে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীকে আহ্বায়ক ও সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামানকে সদস্য সচিব করে উৎসব কমিটি গঠন করা হয়েছে।