আজই ঢাকায় আসছেন ওয়ালশ

 

স্টাফ রিপোর্টার: আজ শনিবার রাতে ঢাকায় আসছেন বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। গতকাল শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেনন, শনিবার রাতেই সে (কোর্টনি ওয়ালশ) ঢাকা চলে আসবে বলে আশা করছি। সে আমাদের পেস বোলিংয়ের জন্য বিরাট সংযোজন। তিনি আরো বলেন, সে মেন্টর হিসেবে পরিচিত। আমাদের কাছে যতোটুকু তথ্য আছে কোচ হিসেবে সে যতোটুকু সফল তার চেয়ে টেকনিক্যালি অনেক বেশি সফল। সে জানে কি করতে হবে। এখন আমাদের ছেলেদের কতোটুকু দিতে পারবে, এটা সময়ই বলবে।

ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২ টেস্টে ৫১৯টি উইকেট নিয়েছেন। যা এক সময় ছিলো বিশ্বরেকর্ড। ক্যারিবীয়দের হয়ে এখনও তিনি শাদা পোশাকে সর্বোচ্চ উইকেট শিকারি। এছাড়া ওয়ানডেতে ২০৫ ম্যাচে ২২৭টি উইকেট নিয়েছেন তিনি।

Leave a comment