সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা কুষ্টিয়া ও ঝিনাইদহে কওমি মাদরাসার মানববন্ধন

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে ও বড়বাজার এলাকার প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে তারা মানবন্ধন গড়ে তোলেন। এ সময় শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন প্লাকার্ড বহন করে। বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে মানববন্ধনে জেলার শতাধিক মাদরাসার শিক্ষক-ছাত্র অংশ নেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে কওমী মাদরাসা উন্নয়ন পরিষদ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন মেহেরপুর সদর উপজেলার বারাদী কওমি মাদরাসার অধ্যক্ষ মাও. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ঝাউবাড়িয়া কওমি মাদরাসার শিক্ষক মুফতি সাদিকুর রহমান, ইসলামীয়া কওমি মাদরাসার পরিচালক মুফতি হাফিজুর রহমান, মেহেরপুর নূরানী কওমি মাদরাসার অধ্যক্ষ মাও. ইয়ারুল ইসলাম। মানববন্ধনে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, কুষ্টিয়ায় জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করেছে কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের থানামোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার সকল কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন মুফতি আব্দুল হামিদ। বক্তব্য রাখেন মাওলানা ইব্রাহিম হোসাইন, মাওলানা দেওয়ান আব্দুল খালেক, ইব্রাহিম খলিল প্রমুখ। বক্তারা বলেন, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলাম রক্ষায় সকলকে জঙ্গিবাদ মোকাবেলায় সামিল হতে হবে।

মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, কেন্দ্র ঘোষিত কমিটি অনুযায়ী সারাদেশব্যাপী বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের দাবিতে মহেশপুর পুরাতন পৌরসভা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে  মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, উপদেষ্টা মাওলানা আবু দাউদ, মহেশপুর উপজেলা ঈমাম পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি জাহাঙ্গীর আলম, বেলাল হোসাইন, হুমায়ুন কবির, মুফতি নাজির আহম্মেদ প্রমুখ। এছাড়া মানববন্ধনে বিভিন্ন মাদরাসার শিক্ষক, ছাত্র, অভিভাবকসহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এবং ২০১৬ সালের শিক্ষানীতি পরিবর্তনের ওপর বক্তব্য রাখেন।