চুয়াডাঙ্গা ডিহিকৃষ্ণপুরের ডা. আবুল হোসেন আর নেই

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ডিহিকৃষ্ণপুর গ্রামের ডাক্তার পাড়ার ছামেদ মণ্ডলের ছেলে ডাক্তার হাজি আবুল কাশেম ওরফে আবুল হোসেন ডাক্তার আর নেই। তিনি গতকাল রোববার সকাল সাড়ে ৭১টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……….রাজেউন)। বাদ আছর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, ১৮ মাস আগে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। স্থানীয়রা জানায়, ডাক্তার আবুল হোসেনর নাম অনুসারে ডাক্তার পাড়াটি নাম করণ হয়েছে। এলাকার ধনি গরিব মানুষ তার নিকট চিকিৎসা নিয়েছে। সে সময় চিকিৎসক বলতে এক নামে তাকেই চিনত সবাই। সে কারণে তিনি একজন গ্রাম্য পল্লি চিকিৎসক হয়েও সকলের নিকট ছিলেন প্রিয় মানুষ। ডাক্তার আবুল হোসেনর মৃত্যুতে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। তাকে শেষ বারের মতো একনজর দেখতে মানুষের ঢল নামে বিদ্যালয় মাঠে।