কার্পাসডাঙ্গায় মেম্বারদের কাছে বিজিবির হাবিলদার সেজে বিকাশে হাতিয়ে নিয়েছে টাকা

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পরিষদের নবনির্বাচিত বেশ কয়েকজন মেম্বারের কাছে  হুদাপাড়া বিজিবির হাবিলদার পরিচয়ে ০১৭১৪-২২৯৯৪১ নম্বর থেকে কল দিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার সকাল ১০টার দিকে মেম্বারদের কাছে ফোন দিয়ে বিকাশের মাধ্যমে টাকা নেয়। হাবিলদার হামিদ বলে ভুয়া হাবিলদার পরিচয় দেন।  মেম্বাররা বিশ্বাস করে তার নম্বরে টাকা দেন। মেম্বারদের নম্বরে ফোন দিয়ে বলেন, ভাই আমি নোয়াখালী এসেছি এখানে এসে মলম পার্টির খপ্পরে সব হারিয়েছে আপনি ০১৭১৭-০৩৮২৭৩ নম্বরে ২ হাজার টাকা বিকাশ করেন। বিপদের কথা শুনে হুদাপাড়ার ভগু মেম্বার ২ হাজার ও কার্পাসডাঙ্গার হাকিম মেম্বার ৩ হাজার ৬০ টাকা পৃথকভাবে বিকাশ করে পাঠান প্রতারকের কাছে। তবে কুতুবপুরের মনি মেম্বার আগেই সচেতন হয়ে যান প্রতারকের থেকে। তবে মেম্বাররা বলেন, এরা নিশ্চয় এলাকার প্রতারক নইলে আমাদের ফোন নম্বর জানবে কি করে। জনপ্রতিনিধিদের ধোকা দিয়ে টাকা হাতানোর বিষয়টি হতবাক করেছে সচেতনমহলকে। প্রতারকদের বিভিন্ন প্রতারণার বিষয়টি প্রতিনিয়ত পত্রপত্রিকায় এলেও সচেতন হচ্ছেন না কেউ। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় জিডির প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।