ইবিতে ৩ গাঁজা সেবনকারীকে পুলিশে সোপর্দ

 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন ব্যক্তিকে গাঁজা সেবন করা অবস্থায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছ থেকে সংবাদ পেয়ে গতকাল শুক্রবার ক্যাম্পাসের মেডিকেল সেন্টারের পাশ থেকে ইবি থানার পুলিশ তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন- ঝিনাইদহ শৈলকূপা উপজেলার পদমদি ইউনিয়নের মণ্ডলপাড়ার নুরুল ইসলামের ছেলে সাগর (২০), শাহপাড়ার বশির উদ্দিনের ছেলে জিহাদ হোসেন (২০) ও চড়পাড়ার আমির খা’র ছেলে জীবন (২০)। জিহাদ ঝিনাদহের শৈলকূপা উপজেলার ডিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, অভ্যন্তরীণ কিংবা বহিরাগত বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট করে এমন যে কাউকে জানা মাত্র আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে ইবি থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a comment