আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্তের সশ্রম কারাদণ্ডাদেশ ও জরিমানা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের আনোয়ার হোসেন নামের এক মাদকাসক্তের ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পারিবারিক অশান্তির কারণে ছোট ভাই গতকাল বুধবার বড় ভাইকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের দক্ষিণপাড়ার সুন্নত আলীর বড় ছেলে দু সন্তানের জনক মাদকাসক্ত আনোয়ার হোসেন (৪০)। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। তারপরও আনোয়ার হোসেনের মাদকাসক্তি এতটুকু কমেনি। তার ক্রমবর্ধমান মাদকাসক্তির আগুনের লেলিহান শিখায় সংসার ছারখার হচ্ছিলো। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার দুপুরে ছোট ভাই সানোয়ার হোসেন অনেক বুঝিয়ে মাদকাসক্ত বড়ভাই আনোয়ার হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। ভ্রাম্যমাণ আদালতে সোপর্দকালে আনোয়ার হোসেনের নিকট থেকে ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকাসক্ত আনোয়ার হোসেনকে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও ৫ হাজার টাকা জরিমানা করেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই অচিন্ত্য।

Leave a comment