মুজিবনগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগরে ৪৫তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মুজিবনগর কমপ্লেক্স মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির আয়াজনে পুরস্কার বিতারণী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার গোলাম ফারুক সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের। বিশেষ অতিথি বাগোয়ান ইউপি চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন, স্কুল পরিদর্শক হাসনাইন কবির। খেলায় ফুটবল বালকে আনন্দবাস মিয়া মুনছুর একাডেমি, হ্যান্ডবলে দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, কাবাডিতে আনন্দবাস মিয়া মুনছুর একাডেমি এবং বালিকা ফুটবলে দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হ্যান্ডবলে মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কাবাডিতে কোমরপুর মাধ্যমিক বিদ্যালয় উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্রীড়াশিক্ষক অফিসার আবুল হোসেন।

Leave a comment